তনুশ্রী চৌধুরী,পানাগড়:- দুই দিবশীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন হলো পানাগড় রেল কলোনী নতুন পাড়ায়।এদিন পানাগড় রেল কলোনির ফুটবল ময়দানে বিনাপানী ক্লাবের উদ্যোগে বুধবার প্রতিযোগিতার সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য গণেশ চন্দ্র মন্ডল,কাঞ্চন লায়েক,পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা কিষান ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপ্না বৈদ্য,সহ ক্লাবের সদস্যরা।
ক্লাবের সদস্যরা জানিয়েছেন প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তারা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতেন।তবে করোনার জন্য গত ১৫ই আগস্ট এই প্রতিযোগীরা তারা স্থগিত রাখে। তাই প্রজাতন্ত্র দিবসের দিনে প্রয়াত ক্লাবের সদস্য প্রভাকর তামানে ও উজ্জ্বল হরিজনের স্মৃতির উদ্যেশ্যে তারা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন।এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নিয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা।তবে বুধবার শুরু হওয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।