Type Here to Get Search Results !

Football Tournament: নরেন লোহার ও মদন গোপাল দাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-এ জয়ী হলো কাঁকসা মিনিবাজার ত্রিনেত্র সংঘ



তনুশ্রী চৌধুরী,পানাগড়:- ৪০বছরের ঊর্ধ্বে ফুটবল খেলোয়াড় দের নিয়ে ফুটবল প্রতিযোগিতা (Football Tournament) অনুষ্ঠিত হলো বুদবুদের কোটা গ্রামে।স্বর্গীয় নরেন লোহার ও স্বর্গীয় মদন গোপাল দাসের স্মৃতির উদ্যেশ্যে ৪০ বছরের ঊর্ধ্বে ফুটবল খেলোয়াড় দের নিয়ে এক দিবশীয় ফুটবল প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয়।



এদিন বুদবুদের কোটা গ্রামের ফুটবল ময়দানে ৪০বছর উর্ধে ফুটবল প্রতিযোগিতা দেখতে দর্শকদের ভিড় ছিলো চোখে পড়ার মত।



উদ্যোক্তারা জানিয়েছেন অনেক মানুষ আছেন যারা ফুটবল খেলতে ভালোবাসেন। কিন্তু বয়স হয়ে যাওয়ায় এখন তেমন খেলাধুলো হয় না। কিন্তু ফুটবল খেলার প্রতি তাদের উৎসাহ চিরকাল রয়েছে।সেই সমস্ত মানুষদের জন্য ফুটবল খেলার জায়গা করে দিতেই কোটা গ্রামের ৬জন যুবক গত ৩বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। 



এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় সোঁয়াই একাদশ এবং কাঁকসার মিনিবাজার ত্রিনেত্র সংঘ। ট্রাইবেকারে সোঁয়াই একাদশ কে ৩ - ২ গোলে পরাজিত করে মিনিবাজার ত্রিনেত্র সংঘ। এদিন উইনার্স দলের হাতে নগদ আড়াই হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলের হাতে নগদ দেড় হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad