Type Here to Get Search Results !

Burdwan News: 'মেলা,খেলা সবই চলছে,তবে এখনও সপ্তাহে দুদিন বাজারহাট বন্ধ কেন?' পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে প্রশ্ন ব্যাবসায়ীদের



সংবাদাতা,পূর্ব বর্ধমান:- 'মেলা,খেলা সবই চলছে। তবে এখনও সপ্তাহে দুদিন বাজারহাট বন্ধ কেন?' এভাবেই পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা প্রশাসনের উদ্দেশ্যে তোপ দাগলেন ব্যবসায়ীদের নেতা (Burdwan News)।




মাসাধিক আগে বর্ধমান (Burdwan) শহর ও সংলগ্ন এলাকায় কোভিড সংক্রমণের হার দ্রুতগতিতে বাড়তে থাকে। এই পরিস্থিতিতে একটা পর্যায়ে সপ্তাহে দুদিন বাজারহাট বন্ধ রাখা হয়।রবিবার ও বৃহস্পতিবার সব বন্ধ থাকে।আজ সেরকমই একটি বৃহস্পতিবার।  




আজ শহরের পথঘাট শুনশান। তেতুলতলা, পুলিশ লাইন, নীলপুর,কালনা গেট,রথতলা, ঝুরঝুরেপুল সহ সব বাজার আজ পুরো বন্ধ। মুদিখানা,সবজি,ফুলফল, মাছ মাংসের বাজারের কেউ নেই। এতেই আপত্তি কিছু ব্যবসায়ীদের। 




তাদের পক্ষে শেখ স্বপন জানিয়েছেন,'মেলা অনুমতি পাচ্ছে। ভিড়ে বাস চলছে। আর এদিকে আমরা পড়ে পড়ে মার খাচ্ছি। সপ্তাহে দুদিন সব মাল পচে যাচ্ছে।প্রশাসন কিছু ভাবুক। নইলে বন্ধ ডাকতে হবে।'




প্রসঙ্গত,পূর্ব বর্ধমানের করোনা গ্রাফ এখন নিচের দিকে। গত কালকের হিসেব একদিনে জেলায় আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। শুধু বর্ধমান পুর এলাকায় আক্রান্ত  ১৯ জন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad