সংবাদদাতা, লাউদোহা :- খোলামুখ খনি-তে কয়লা চুরি করতে গিয়ে চাপা পড়লো চার ব্যক্তি । এলাকায় ছড়িয়েছে উত্তেজনা । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটে মাধাইপুর খোলামুখ খনি-তে (Andal News)।
বুধবার ভোররাতে মাধাইপুর খোলামুখ খনিতে ঘটে ভায়াবহ দুর্ঘটনা । কয়লার নিচে চাপা পরে একাধিক জন । অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়ে এই ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা যায় । খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা । দ্রুত উদ্ধারের দাবিতে ছড়ায় উত্তেজনা ।
উত্তেজনার আশঙ্কায় ঘটনাস্থলে আসে বিশাল সংখ্যক পুলিশ । শুরু হয় উদ্ধার কাজ । প্রথমে কিশোর বাউড়ি নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে । সূত্র মারফত জানা গেছে আনাহরি বাউড়ি (৫০ ),শ্যামল বাউরি (২৩ ),নটবর বাউরি ( ২৫ ) ও পিংকি বাউরি নামে চারজনের দেহ উদ্ধার হয় কয়লা সরিয়ে ।
আহত ও মৃত সকলেই একই পরিবারের বলে স্থানীয়রা জানান । তাদের আরও অভিযোগ যবে থেকে খোলামুখ খনির হয়েছে তখন থেকেই এখানে অবৈধভাবে কয়লা চুরি হয় । প্রতিদিন ভোর রাতে চলে চুরির ঘটনা । প্রশাসন চুরি বন্ধে আগে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা ঘটতো না বলে স্থানীয়রা জানান ।