Type Here to Get Search Results !

Republic Day 2022: গোটা দেশের সঙ্গে জেলাতেও পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস



গোটা দেশের সঙ্গে পূর্ব বর্ধমানেও (Purba Bardhaman)৭৩ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালিত হচ্ছে। জেলার মূল অনুষ্ঠানটি হয় পুলিশ লাইনের মাঠে।জেলা শাসক প্রিয়াংকা সিংলা জাতীয় পতাকা উত্তোলন করেন।তাকে সহায়তা করেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।কোভিড বিধি মেনে অনুষ্ঠানের কাটছাঁট করা হয়েছে এবছর।



পাশাপাশি আসানসোলে 73 তম প্রজাতন্ত্র দিবস (Republic Day  2022) উদযাপিত হল ।বুধবার সকালে আসানসোল (Asansol) পোলো গ্রাউন্ডে উদযাপিত হল 73 তম প্রজাতন্ত্র দিবস ।এই দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস অরুন প্রসাদ।তার সঙ্গে সহযোগিতার হাত বাড়ান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা। 


পতাকা উত্তোলনের পর জেলাশাসক এবং ডিসি হেডকোয়ার্টার ক্যারেড নিরীক্ষণ করার পর পুলিশদের পক্ষ থেকে হর্ষ ধ্বনি দেওয়া হয়। এরপর পুলিশ,মহিলা আরখ্যা বাহিনী ও সিভিক ভলেন্টিয়াররা কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad