ওয়েবডেস্ক:- উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা,বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ লাইনচ্যুত হয় ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ১০টি বগি লাইনচ্যুত হয়েছে ট্রেনটির।দুমড়ে মুচড়ে যায় বগিগুলো।গুয়াহাটি যাওয়ার পথে ময়নাগুড়ি দোমহনি এর মাঝে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।
প্রসঙ্গত, 2010 সালের 19সে জুলাই বীরভূমের সাঁইথিয়া স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের সঙ্গে বনাঞ্চল এক্সপ্রেস এর রেল দুর্ঘটনা ভয়াবহ ছবি এখনো অনেকের মনে তাজা হয়ে আছে। সেই ভয়াবহতার ছবি আবারো মনে করিয়ে দিল আজকের এই দুর্ঘটনা।
বহু হতাহতের আশঙ্কা রয়েছে এই দুর্ঘটনায় এমনটাই মনে করা হচ্ছে ,উদ্ধারকার্য চালানোর কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু এখনো পর্যন্ত সরকারিভাবে তিন জনের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাশাপাশি শেষ পাওয়া খবর অনুযায়ী ২৪ জনকে জলপাইগুড়ি হাসপাতালে এবং ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।উদ্ধার কার্য এখনো চলছে, কমবেশি বারোটা কামরাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্য কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিশেষ উদ্ধারকারী দল ও জেলা পুলিশ প্রশাসনকেও খবর পাঠানোর সাথে সাথেই সকলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কার্য।