Type Here to Get Search Results !

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শোলা শিল্পীর মৃত্যুতে পাশে দাঁড়ালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী



ওয়েবডেস্ক:- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শোলা শিল্পীর মৃত্যুতে পাশে দাঁড়ালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে বৃহস্পতিবার দুপুড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনাজপুরের প্রবাদপ্রতিম শোলা শিল্পী মধুমঙ্গল মালাকার (৬২)। দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।



দিনাজপুরের মধুমঙ্গলবাবুর শোলার কাজের ব্যাপ্তি ছিল সারা পৃথিবী জুড়ে। লন্ডন মিউজিয়াম থেকে ফিলাডেলফিয়া মিউজিয়াম অফ আর্ট, এডিনবরা থেকে সানফ্রান্সিসকো বা স্কটল্যান্ড থেকে বার্সিলোনাতেও তার হাতে তৈরি শোলার কাজ সংরক্ষণ করা আছে।দিনাজপুরের ব্যতিক্রমী শোলা মুখোশের পরম্পরা নিয়ে বিশ্বজুড়ে কর্মশালা ও নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। আফ্রিকা ছাড়া সব ক'টি মহাদেশে বাংলার কারিগরদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বাংলার মুখ উজ্জ্বল করেছেন।



সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে কলকাতা এসেছিলেন বালুরঘাটের এই এই শিল্পী। পারম্পরিক শিল্পীদের নিয়ে তাঁর তৈরি সংগঠন WAPAG ও বঙ্গীয় পারম্পরিক সংগঠনের মুখ্য সংগঠক ছিলেন তিনি। দুঃস্থ কারিগরদের পাশে থেকে নগরের ক্ষমতাকেন্দ্রের সঙ্গে তাঁদের সংযোগ ঘটানোর ব্রত ছিল তাঁর।কিন্ত দারিদ্রতা ছিল তার সঙ্গী । 


মৃত্যুর পর মৃতদেহ  নর্থবেঙ্গল নিয়ে যাওয়াও কষ্টকর।সাংবাদিকদের কাছে তা জানতে পেরে রাজ্যের ক্ষুদ্র কুঠীর শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ  সঙ্গে সঙ্গেই  সহযোগিতার হাত বাড়িয়ে দেন । ব্যবস্থা হয় মৃতদেহ নিয়ে যাওয়ার।এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় কোলকাতা থেকে বালুরঘাট এর উদ্দেশ্যে মৃতদেহ নিয়ে রওনা হন পরিবারের লোকেরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad