শুভময় পাত্র,বীরভূম:- করোনার বেড়াজালে আটকে পড়ল সংক্রান্তির চড়ুইভাতি। বাংলা ক্যালেন্ডার পৌষ মাসের শেষ অর্থাৎ সংক্রান্তি। এই দিনটিকে ঘিরে বাঙালির বিভিন্ন জায়গায় যেমন মকর সংক্রান্তির পুণ্যস্নান চলছে পাশাপাশি গঙ্গাসাগর ও ইলামবাজারের জয়দেবের এই পুণ্যস্নান কে ঘিরে শুরু হয়েছে সংক্রান্তির মেলা।
বিশেষ করে এই দিনটিকে উপলক্ষ করে বহু মানুষ পিকনিক করার লক্ষ্যে বিভিন্ন জায়গা তাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব নিয়ে একদিন আনন্দ করেন। বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন বেশ কিছু জায়গা এই পিকনিক করার পক্ষে যথেষ্ট উল্লেখযোগ্য, তাদের মধ্যে সোনাঝুরি, গোয়ালপাড়া, কোপাই নদী, কঙ্কালীতলা, অজয় নদের তীর ইত্যাদি।
সারা রাজ্য জুড়ে করোনা অতিমারির প্রকোপ যেভাবে দিনের পর দিন বেড়ে উঠেছে তাকে ঠেকাতে রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থাই গ্রহণ করেছেন। তাদের মধ্যে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আসতে বারণ করার পাশাপাশি হোটেল কর্তৃপক্ষ গুলিকেও হোটেল ভাড়া না দেওয়ার আর্জি জানিয়েছেন।
আর এই মকর সংক্রান্তি উপলক্ষে যে পিকনিক করা হয় সেখানেও পড়েছে করোনার থাবা। শান্তিনিকেতন সংলগ্ন যেসব জায়গাগুলিতে আজকের দিনে বহু মানুষ পিকনিক করার লক্ষ্যে উপস্থিত হয় আজ সে সব জায়গা পুরো খাঁ খাঁ করছে। বক্সের আওয়াজ তো দূরের কথা কোন জনপ্রাণী নেই সোনাঝুরি, গোয়ালপাড়া, কোপাই নদী, কঙ্কালীতলা প্রভৃতি পিকনিক স্পট গুলিতে।
জেলা প্রশাসনের নির্দেশমতো এখন সকলেই মেনে চলছে করোনা বিধি। সর্বোপরি আজকের দিনে পিকনিক হবে না এমনটা তো মেনে নেওয়া যায় না কিন্তু সেই ঘটনায় দেখা গেল বীরভূমের বেশকিছু পর্যটনকেন্দ্র অর্থাৎ পিকনিক স্পট গুলিতে।