সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর:- মঙ্গলবার পান্ডবেস্বরের খোট্টাডিহি গ্রামের হাটে ধরা পড়লো তিনজন মোবাইল চোর । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। স্থানীয় দের সন্দেহ হলে ওই তিনজন মোবাইল চোর কে হাতে নাতে ধরে প্রথমে চলে গণপিটুনি ,তার পর পান্ডবেস্বর থানায় খবর দিলে পুলিশ এসে ধৃত ওই তিনজন কে আটক করে থানায় নিয়ে যায় ।
জানাগেছে মঙ্গলবার সকালে পাণ্ডবেশ্বর থানার খোট্টাড়িহি গ্রামে হাটে ক্রেতা বিক্রেতারা যখন কেনাবেচায় ব্যস্ত তখনই অসাবধানতার সুযোগ নিয়ে মোবাইল চুরির চেষ্টায় ছিল তিনজন কিশোর । তিনজনই জনতার হাতে ধরা পড়ে যায় ।
খবর দেওয়া হয় পুলিশকে । ধৃতদের ধরে থানায় নিয়ে যায় পুলিশ । ধৃতদের মধ্যে দুজন পাণ্ডবেশ্বর এর অন্যজন হরিপুরের বাসিন্দা বলে সূত্রের খবর ।
স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই খোট্টাডিহি গ্রামের হাটে মাঝেমধ্যেই মোবাইল চুরির ঘটনা ঘটতো । সেই কারণে হাটের দিন গুলিতে মোতায়েন থাকতো-পুলিশ ।
কিন্তু সকলের নজর এড়িয়ে ঘটত মোবাইল চুরির ঘটনা । চুরি যাওয়া মোবাইলের হদিস ও দলের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য পেতে ধৃতদের জেরা করা হবে বলে পান্ডবেশ্বর থানার এক আধিকারিক জানান।