শুভময় পাত্র,বীরভূম:- শান্তিনিকেতনের সোনাঝুরি হাট,কোপাই নদী ও তার সংলগ্ন এলাকা পরিষ্কার রাখতে বিশেষ উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ প্রশাসন, সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। শুধুমাত্র শনিবারই নয় পর্যটকদের চাহিদা অনুযায়ী প্রায় প্রতিদিনই শান্তিনিকেতন সোনাঝুরি তে স্থানীয় হস্ত শিল্পীরা তাদের পসরা সাজিয়ে দোকান করতো, বসত বাউল গানের আসর।
তারি সঙ্গে টুকিটাকি বেশকিছু খাবারের দোকান লাগতো এই সোনাঝুরির হাট এ। বর্তমান করোনা আবহে সরকারি নির্দেশ অনুযায়ী যেসব জায়গা গুলি পর্যটনের জন্য ভিড় হয় এবং বহু পর্যটক এসে ভিড় করে সেগুলি সরকার থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে আর তারই মধ্যে পড়ে গেছে সোনাঝুরি হাট।
আগামী 15 ই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সোনাঝুরি হাট। বিগত দিনে সোনাঝুরির হাট আসা বিভিন্ন দোকানপাট ও পর্যটকদের ব্যবহৃত নানান প্লাস্টিক ও আবর্জনাই ভর্তি হয়েছিল সোনাঝুরির হাট ও কোপাই নদী তীরবর্তী এলাকা গুলি।
আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে শান্তিনিকেতন থানা, অ্যাডিশনাল এসপি অফিস, পুরো প্রশাসন ও এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে জঞ্জাল পরিষ্কার ও প্লাস্টিক নিধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যাতে এদের পাশাপাশি স্থানীয় আদিবাসী মহিলারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।