সংবাদাতা,দুর্গাপুর:- রাজ্য লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । নানা বিধি সরকার থেকে লাগলেও বিভিন্নভাবে মেলা এবং অন্যান্য অনুষ্ঠান চলছে ।ফলে লোকসমাগম বাড়ছে ,ফলে সংক্রমণ বাড়ছে ।
বন্ধ করে দেওয়া হচ্ছে জিম গুলি । জিম বন্ধের প্রতিবাদে সোচ্চার হলেন দুর্গাপুর মহকুমা জিম মালিকেরা।মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় জিম মালিকরা ।
তাদের দাবি বিভিন্ন মেলা অনুষ্ঠান বা রেস্তোরাঁ খোলা থাকলেও জিম বন্ধ করে দেওয়া হচ্ছে ।ফলে ক্ষতির মুখে পড়েছেন মালিকেরা । জিম খোলা রাখার দাবি জানিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন জিম মালিকেরা ।
তাদের দাবি রেস্তোরাঁ যেখানে খোলা রয়েছে, সেখানে জিম কেন বন্ধ থাকবে? জিমের সব ধরনের মানুষেরা শারীরিক কসরত এর জন্য আসে। দুর্গাপুরে 103টির ও অধিক জিম রয়েছে এবং তা থেকে বহু মানুষের সংসার চলে ।
ফলে যদি জিম বন্ধ হয় তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং তারা জানান ফাইন্যান্সে কিছু জিনিসপত্র কেনা হয়েছে, জিম বন্ধ হয়ে গেলে সেই ফাইন্যান্স টাকা মেটাতে সমস্যায় পড়বেন এমনটাই দাবি দুর্গাপুর জিম মালিকপক্ষের।