তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার রাত্রে পানাগর এর একটি হোটেলে কাঁকসা থানার বিদায়ী আইসি অর্ণব গুহ কে সম্বর্ধনা জানানো হলো। পাশাপাশি এদিন কাঁকসা থানার নতুন ওসি সুব্রত ঘোষ কেও সম্বর্ধনা জানানো হয়।
পানাগর বাজারে একটি হোটেলে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা থানা বিদায়ী আইসি ও নতুন আইসি সহ বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের BMOH ডক্টর বিপ্লব মন্ডল,কাঁকসার এসিপি শ্রীমন্ত ব্যানার্জি সহ পানাগড় বাজারের ব্যবসায়ীরা ও এলকার বিশিষ্টজনেরা।
জানা গেছে গত দুই বছর ধরে কাঁকসা থানার দায়িত্বভার সামলেছেন কাঁকসার বিদায়ী আইসি অর্ণব গুহ।তার পরিবর্তে কাঁকসা থানা দায়িত্বভার গ্রহণ করলেন কাঁকসা থানার নতুন ওসি সুব্রত ঘোষ।