সংবাদাতা,পূর্ব বর্ধমান:- মাস্ক পড়ুন,না পড়লে গ্রেপ্তার করা হবে। এই ভাবেই কোভিড বিধি মানানোর চেষ্টা করছে পুলিশ। তবুও যেন বেপরোয়া। সরকারি নির্দেশিকাকে অমান্য করেই অনেকেই মাস্ক না পড়েই রাস্তায় বের হচ্ছেন। পুলিশও তৎপর।পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ শুরু করেছে ধরপাকড়। মাস্ক না পড়ায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বর্ধমান সদর দক্ষিণের মহাকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্ত্বে মঙ্গলবার মেমারিতে অভিযান চলে। সঙ্গে ছিলেন মেমারির পৌরপ্রশাসক স্বপন বিষয়ী।
পেট্রোল পাম্পেও গিয়ে মাস্ক ছাড়া তেল না দিতে অনুরোধ করেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। মঙ্গলবার সকালে মেমারি থানার সামনে থেকে অভিযান শুরু করে মেমারি থানার পুলিশ।মাস্ক না পড়ার জন্য গ্রেপ্তারের পাশাপাশি মাস্ক বিলি করা হয় পুলিশের পক্ষ থেকে।