সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে (Burdwan Hospital) অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্তকারী দল গঠন করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। অনিরুদ্ধ নিয়োগী স্পেশাল সেক্রেটারি, সোমনাথ দাস, আর.জি.কর. মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ও মনিকা গায়েন ডি,ডি, এইচ,এস, নার্সিং।মনিকা গায়েন, সোমনাথ দাস ও অনিরুদ্ধ নিয়োগী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান।
তদন্তকারী দল বর্ধমান হাসপাতালের (Burdwan Hospital) আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পর কোভিড ওয়ার্ড পরিদর্শনে যান। কোভিড ওয়ার্ড থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমনাথ দাস জানান, 'ঘটনাস্থল দেখলাম আমরা রিপোর্ট পাঠিয়ে দেব।'