সোমনাথ মুখার্জি ,অন্ডাল :- চলতি মাসের ২৫ তারিখে অন্ডালের (Andal) মদনপুর গ্রামে মোবাইল টাওয়ার (Mobile Tower) থেকে চুরি যায় ব্যাটারি (Battery)। অন্ডাল থানায় জানানো হয় বিষয়টি ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার পুলিশ শুক্রবার রাতে মোবাইল টাওয়ারের (Mobile Tower) ব্যাটারি (Battery) চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ধৃত ব্যক্তির নাম শফিক আনসারি। রানীগঞ্জের (Raniganj) রোনাই গ্রামের বাউরি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশের জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আরও চার জনের জড়িত থাকার সন্ধান পায় পুলিশ ।
ধৃত ব্যক্তিকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur sub-division court) তোলা হলো। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মিলতে পারে আরও অনেক তথ্য তাই আদালতের কাছে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রের খবর।