সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বর্ধমান হাসপাতালের (Burdwan Hospital) অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করল বিজেপি (BJP) । পাশাপাশি ফরেন্সিক তদন্ত (Forensic investigation) সহ দ্রুত তদন্ত শেষ করে উপযুক্ত ব্যবস্থা এবং মৃতার পরিবারকে ক্ষতিপূরণের (Compensation) দাবি জানাল বিজেপি ।
বর্ধমান হাসপাতালে (Burdwan Hospital) অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির সাত সদস্যদের প্রতিনিধি দল।প্রতিনিধি দলে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘরুই, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বর্ধমান সদর জেলা বিজেপির (BJP) সভাপতি অভিজিৎ তা সহ বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব।
এই প্রতিনিধি দল কোভিড ওয়ার্ড পরিদর্শন করতে গেলেও দুর্ঘটনাস্থল সিল থাকার জন্য যেতে পারেননি। পরে হাসপাতাল সুপারের সাথে দেখা করে এই দাবি জানান তারা।
বর্ধমান সদর জেলা বিজেপির সম্পাদক অভিজিৎ নন্দী অভিযোগ করেন, সাংসদ কোটার দেড় কোটি টাকা খরচ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বিধানসভার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই পরিদর্শন বলে জানান বিজেপি নেতারা।