শুভময় পাত্র,বীরভূম:- রাজ্য বিজেপি সভাপতি (State BJP president) সুকান্ত মজুমদারের (Sukant Majumder) প্রশংসা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে(Anubrata Mandal)।'রাজ্য বিজেপি সভাপতি খুব ভালো লোক, সুকান্তবাবুর স্টেমিনা আছে, কেউ একটু এদিক-ওদিক করলেই ফেলে দিচ্ছে ধরাধর দল থেকে বাদ দিয়ে দিচ্ছে বিজেপি সভাপতি তাই তাকে ধন্যবাদ।'
এদিন বোলপুরে তৃনমূলের দলীয় কার্যালয়ে খয়রাশোলে প্রায় কয়েক হাজার বিরোধী দলের সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদানের উদ্দেশ্যে আশায় এই মন্তব্য করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।
বীরভূম জেলার খয়রাশোলের প্রায় কয়েক হাজার মানুষ তাদের দল পরিবর্তনের উদ্দেশ্যে বিরোধী দলের কয়েকজন প্রতিনিধি এদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন। সাংবাদিকদের সামনে তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় বীরভূম জেলায় বিরোধীদল বলে কেউ নেই এবং যদি থাকে তাহলে সাংবাদিকদের খুঁজে বার করার অনুরোধ জানিয়েছেন তিনি।
আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান রাজ্যে বিজেপি সভাপতি (State BJP president) সুকান্ত মজুমদার (Sukant Majumder) তিনি সত্যিই খুব ভালো লোক, তারপর তার গতানুগতিক ভাষায় তাকে ধন্যবাদ জানাতে ভুললেন না অনুব্রত মণ্ডল। কারণ যে ভাবে তিনি বিজেপি দল থেকে বহু নেতা কর্মীদের বহিষ্কার করছেন সেই কারণেই হয়তো তার এই প্রতিক্রিয়া।