তনুশ্রী চৌধুরী,পানাগড়:-বুদবুদ এলকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত দুই জনকে আদালতে পেশ করলো বুদবুদ থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত শেখ সানোয়ার এবং মোঃ মুস্তাক নামের দুই ব্যক্তির কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল উদ্ধার হয়।
গোপন সূত্রে খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ আচমকা হানা দিয়ে বুদবুদের মসজিদ তলা এলকায় হানা দিয়ে ওই দুই ব্যক্তির কাছে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে শনিবার বিকালে নাগাদ।অস্ত্র উদ্ধারকে ঘিরে গোটা বুদবুদ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কী উদ্দেশ্যে তারা নিজেদের কাছে বন্দুক রেখে ছিল তা খতিয়ে দেখতে পুলিশ ওই দুই ব্যক্তিকে পুলিশ হেফাজত চেয়ে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে বুদবুদ থানার পুলিশ।
বুদবুদ থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত শেখ শানওয়ারের বুদবুদের মসজিদ তলায় মাংসের একটি দোকান আছে।বুদবুদ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।