শুভময় পাত্র,বীরভূম:- করোনার মোকাবিলা করতে করজোরে সচেতনতার বার্তা দিতে রাস্তায় নামলেন স্থানীয় বিধায়ক। শুধুমাত্র নির্বাচন পূর্ববর্তী সময়ে করজোরে জনসাধারণের কাছে ভোট চাওয়াই যে রাজনৈতিক ব্যক্তিদের কাজ নয় তা আবারো প্রমাণ করে দিল বীরভূম জেলার লাভপুর এর বিধায়ক অভিজিৎ সিনহা।
লাভপুরের বিভিন্ন দুর্যোগপূর্ণ ঘটনায় বারবারই তাকে দেখা গিয়েছিল এক সৈনিক এর ভূমিকায় জনসাধারণের পাশে দাঁড়াতে। এদিন সকালে তেমনই এক ঘটনা লাভপুরের রাস্তায় দেখা গেল। সারা রাজ্য জুড়ে করোনার অতিমারির প্রভাবে একরকম নাজেহাল অবস্থা চারিদিকে। এই কঠোর পরিস্থিতির মধ্যেই বহু মানুষকেই লক্ষ্য করা যাচ্ছে নির্দ্বিধায় তারা মাক্স না পড়েই রাস্তায় বেরিয়ে পড়ছেন।
সরকারি বিধি নিষেধ উপেক্ষা করেই সচেতনতার কোনো ভ্রুক্ষেপ করছে না অনেকেই। তাই এই সমস্ত বিষয় কে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের বারবার সচেতন করিয়ে দেওয়া যেমন এক জনপ্রতিনিধির কাজ ঠিক সেই কাজেই নিজেকে নিয়োজিত করতে দেখা গেল লাভপুরের বিধায়ক তথা বীরভূমের মেন্টর অভিজিৎ সিংহ কে।
রাস্তায় নেমে করোনা সচেতনতা করার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন বিধায়ক নিজের হাতে, পাশাপাশি করজোড়ে জনসাধারণকে অনুরোধ করলেন যাতে তারা বিনা প্রয়োজনে এই চরম পরিস্থিতির মধ্যে যেন না বেরোয় এবং বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই যেন মাস্ক ও স্যানিটাইজার এর যথাযথ ব্যবহার করেন।
এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিতে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার পাশাপাশি উপস্থিত ছিলেন লাভপুরের ভিডিও সন্তু দাস লাভপুর থানার ওসি পার্থ মুখার্জী সহ স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব।