শুভময় পাত্র,বীরভূম:- শুধুমাত্র পুণ্যস্নানই নয়, সংক্রান্তিতে জয়দেব কেন্দুলিতে এবার মেলা করারই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বীরভূমে বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন টালবাহানা চলছিল জয়দেব কেন্দুলি মেলা নিয়ে।
প্রথমদিকে প্রাথমিকভাবে প্রশাসনিক স্তরে স্থির হয় শুধুমাত্র এবারের সংক্রান্তিতে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত জয়দেব কেন্দুলি মেলা করার কোনো অনুমতি দেওয়া হবে না শুধুমাত্র পুণ্যস্নানের ছাড়পত্র মিলবে।এমনটাই জানিয়েছিলেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ।
পরবর্তী ক্ষেত্রে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল জানালেন জয়দেব কেন্দুলি মেলা এবার ততটা জমজমাট না হলেও পুণ্যস্নান হবে এবং দু-একটা দোকানপাট বসবে। পরবর্তী ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে বারবার প্রশাসনিক বৈঠকের পর শেষমেশ এই সিদ্ধান্তে জেলা প্রশাসন আসেন যে জয়দেব কেন্দুলির মেলা এবারেও হবে, কিন্তু সেটা পুরোটাই করোনা বিধি মেনে।
রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বোলপুর মহকুমা শাসকের উপস্থিতিতে একটি বৈঠক হয় জয়দেব মেলা কে কেন্দ্র করে। সেই জরুরি বৈঠকে জয়দেব কেন্দুলি মেলা নিয়ে সিদ্ধান্ত হয়েছে যে, মেলায় বড় করে কিছু আয়োজন থাকছে না। ছোট করে করোনা বিধি মেনেই চলতি বছর জয়দেব মেলা হবে। পাশাপাশি মকর সংক্রান্তির দিন পুণ্যস্নানের ও ছাড়পত্র মিলেছে পূণ্যার্থীদের।
জয়দেব কেন্দুলি মেলা প্রসঙ্গে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর এর মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, করোনা বিধি মেনেই চলতি বছর অনুষ্ঠিত হবে জয়দেবের কেন্দুলি মেলা। মেলায় দুটি বড় আখড়া করা হচ্ছে বহিরাগত পুণ্যার্থীদের জন্য।
যেখানে সাধু-সন্ন্যাসীরা আশ্রয় নিতে পারবেন। তবে অবশ্যই বাউল ফকিরদের যে বিপুল পরিমাণে আখড়া হত সেটা এবছর হচ্ছেনা বর্তমান করোনা পরিস্থিতির জন্য। তবে করোনা বিধি মেনে পুণ্যস্নানেও ছাড়পত্র দেওয়া হয়েছে আগত পুণ্যার্থীদের জন্য।
পাশাপাশি তিনি এও জানিয়েছেন মেলায় আগত পূণ্যার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য সবরকম ব্যবস্থা রাখা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।