নীলেশ দাস, আসানসোল:- বিজেপির পোস্টার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোল পৌর নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডে। আগামী ২২ শে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল পৌর নিগমের নির্বাচন।
তার আগেই বিজেপির পোস্টার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোল পৌর নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডে। সোমবার সকালে ৪৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিব প্রসাদ বর্মন অভিযোগ করেন কেউ বা কারা তার নির্বাচনী পোস্টার ছিঁড়ে দিয়েছে। এই নিয়ে তিনি পুলিশে অভিযোগ জানাবেন বলেও জানান।
অন্যদিকে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, গত কাল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি হোডিং খুলে ফেলে দেওয়া হয়েছিল। এবিষয়ে ইতিমধ্যে তারা থানায় অভিযোগ জানিয়েছিল। কিন্তু বিজেপি যে কথা বলছে তা সম্পূর্ণ মিথ্যা প্রচার করছে তারা। এর জবাব দেবে সাধারণ মানুষই বলে জানান তিনি।