নীলেশ দাস, আসানসোল :- করোনাকে শিকেয় তুলে চললো প্রচার বিজেপির।আসানসোলের উত্তর বিধানসভার রামকৃষ্ণ ডাঙালে।সোমবার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারির প্রচারে আসেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এদিন প্রচারে মানুষের ঢল ছিলো চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারির সমর্থনে প্রচার করতে আসে দিলীপ ঘোষ। ২৭ ও ২৯ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। পুষ্প বৃষ্টির মাধ্যমে ওই এলাকায় প্রচার করে চৈতালি তিওয়ারির সমর্থনে।তবে করোনা বিধিকে উলঙ্ঘন করে প্রচার করেন।
প্রচার চলাকালীন মিছিল টিকে আটকে দেয় পুলিশ।চলে বাগবিতণ্ডা প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে। তবে সেখান থেকে পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবার প্রচার মিছিল শুরু করে শেষ হয় আসানসোল স্টেশনে।
এদিন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা কয়েকজন লোক নিয়ে বেরিয়েছি নীতি মেনে প্রচারে। কিন্তু এই লোক দেখে তৃণমূলের অসুবিধা হচ্ছে। পুলিশ দিয়ে আটকানো হচ্ছে মিছিলকে।
বলছে এত লোক নিয়ে যাওয়া যাবে না। পাশাপাশি পুলিশের এই ভূমিকা নিয়ে মন্তব্য করেন এদিন। তিনি বলেন পুলিশ তো নয় তৃণমূল ভয় পাচ্ছে বিজেপির উৎসাহ উন্মাদনা দেখে তাই পুলিশ দিয়ে আটকাচ্ছে।