শুভময় পাত্র, বীরভূম:- ডেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের অগ্রগতি নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করলেন বীরভূম জেলা প্রশাসন। বোলপুর সার্কিট হাউসে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর সচিব পি বি সেলিম এর উপস্থিতিতে বীরভূম জেলা শাসক বিধানচন্দ্র রায়, এস আর ডি এ র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক চন্দ্রনাথ সিনহা সহ সরকারি আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক।
ডেউচা পাচামি খোলামুখ কয়লাখনি প্রকল্পের কাজের অগ্রগতি কতটা হলো এবং কোন পরিস্থিতিতে রয়েছে এই প্রকল্প সেই সমস্ত বিষয় নিয়ে ছিল এদিনের এই বৈঠক।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত একটা বিষয়ে বিতর্ক শোনা গেলেও জেলাশাসক বিধানচন্দ্র রায় পরিষ্কার ভাষায় জানিয়ে দেন ডেউচা পাচামি প্রকল্পের ক্ষেত্রে জমি সংক্রান্ত কোনো বিবাদ এই মুহূর্তে নেই।