সোমনাথ মুখার্জি পাণ্ডবেশ্বর :- ১০ ই জানুয়ারি সোমবার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মদিন। সকাল থেকেই তার বাসভবনে তাঁর কর্মী সমর্থকেরা জন্মদিন পালনের উৎসাহ প্রকাশ করেন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সকলের মন রেখে করোনা বিধি মেনেই তার জন্মদিন পালন করলেন একটু অন্যরকমভাবে।
তিনি তাঁর কর্মী সমর্থকদের কাছে তাঁর জন্মদিনটিকে অন্য রকমভাবে পালন করার ইচ্ছাপ্রকাশ করেন। তাই জন্মদিনের সমস্ত আড়ম্বর ছেড়ে বেরিয়ে পড়েন রাস্তায়। বিধায়ক জানান যেভাবে করোনার ভিতি মানুষকে ত্রস্ত করে রেখেছে,তাই তাঁর জন্মদিন পালনে করা হোক করোনা সম্পর্কে সচেতনতা।
পথে নেমে তিনি করোনা সম্পর্কে সচেতনতার প্রচার শুরু করলেন বিতরণ করলেন মাস্ক, সাথে সাথে জন্মদিনের কেক দিতেও ভুললেন না। তাঁর জন্মদিনের আনন্দ এলাকার কচিকাঁচাদের সাথে ভাগ করে নিতে তাদের সাথে ফুচকা খাওয়া থেকেও পিছুপা হলেন না তিনি। বিধায়কের এ হেন জন্মদিন পালনে স্বাভাবিকভাবেই বিধায়কের দীর্ঘায়ু কামনা করছেন এলাকার মানুষ।