সংবাদাতা,পূর্ব বর্ধমান:- শিক্ষা প্রতিষ্ঠানে উড়লো শাসকদলের পতাকা।শনিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পূর্ব বর্ধমানের জামালপুরের রানাপাড়া রক্ষাকালী প্রাথমিক বিদ্যালয় উড়লো তৃণমূল কংগ্রেসের পতাকা। যা নিয়ে শাসকদল বিড়ম্বনা পড়ার পাশাপাশি তৈরী হয়েছে বির্তক। স্কুলের প্রধান শিক্ষক অমিত সরেন বলেন,সকালে স্কুলের এক শিক্ষিকা তাকে পতাকার উড়ার খবর দেন।ওই শিক্ষিকাকে শুক্রবার রাতেই ফোন করে স্থানীয় বাসিন্দারা স্কুলে তৃণমূল কংগ্রেসের পতাকা উড়ানোর বিষয়টি জানানো হয়। তিনি বলেন, গোটা বিষয়টি স্কুল পরিদর্শককে (এসআই) জানাবেন।
এই বিষয়ে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান বলেন, স্কুলে পতাকা তোলা অনুচিত। দল কখনো এই বিষয়ে অনুমতি দেয় না।আমরা খোঁজ নিয়ে দেখছি কারা এর সঙ্গে জড়িত। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।
সকাল থেকেই জেলাজুড়ে শুরু হয় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতিষ্ঠা দিবস।জামালপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অলোক মাঝিও শনিবার উপস্থিত ছিলেন জামালপুরে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে।তিনি বলেন,এখন তো স্কুল ঠিক মত খুলছে না।তবে এটা ভুল করেছে। খোঁজ নিয়ে দেখছি কারা এর সঙ্গে জড়িত।
বিজেপির সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা স্কুলে উড়ছে।এর থেকে লজ্জা আর কি হতে পারে।সরকারি প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পতাকা তোলা বেআইনি।এরা সরকারি প্রটোকল মানে না।