কাল থেকে রাজ্যে ফের বন্ধ স্কুল কলেজ, বলে জানালেন মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদী। রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। তাই এই পরিস্থিতিতে এই সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠক করে জানান রাজ্যের মুখ্যসচিব।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব তিনি বলেন, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন ৩ তারিখ থেকে বিধিনিষেধ করা হবে। লন্ডনের উড়ান বাতিল করা হচ্ছে। বিদেশ থেকে আসা বিমান যাত্রীদের জন্য ১০ শতাংশ আরটিপিসিআর টেস্ট। ৩ তারিখ থেকেই রাজ্যের স্কুল কলেজ বন্ধ থাকবে।শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মীরা ৫০ শতাংশ আসতে পারবেন। যেসব স্কুলে টিকাকরণ কর্মসূচি চলছে তা চলবে।
এই সঙ্গেই জানানো হল ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। তবে সাতটার পর বন্ধ হয়ে যাবে লোকাল ট্রেন পরিষেবা। আগামীকাল থেকেই বন্ধ রাজ্যের সমস্ত সুইমিংপুল, জিম, বিউটি পার্লার। সরকারি এবং বেসরকারি অফিস চলবে ৫০ % কর্মী নিয়ে ।
বন্ধ করে দেওয়া হচ্ছে পার্ক, চিড়িয়াখানা । রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত মানুষ, যানবাহন, জমায়েত নিষিদ্ধ। একমাত্র চালু থাকবে নিত্য প্রয়োজনীয় পরিষেবা।এই সঙ্গে জারি করা হচ্ছে একগুচ্ছ বিধিনিষেধ ।