সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর:- যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বরের হরিপুর সংলগ্ন গাইঘাটা এলাকায়। রবিবার বেলা দশটা নাগাদ হরিপুর গাইঘাটায় ইসিএলের OB ডাম্প পাহাড়ের এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায় যুবকের নাম প্রদীপ পাসোয়ান । বয়স আনুমানিক ২২। পরিবার সূত্রে জানা যায় , মৃত প্রদীপ ড্রাগ আসক্ত দলের সঙ্গে যুক্ত ছিল। মৃত প্রদীপের ভাই দীপক পাসোয়ান জানান ,দাদার নেশা বৃত্তির জন্যই প্রায়ই লেগে থাকত পরিবারে অশান্তি ঝামেলা।
গত দুদিন আগে অশান্তির জেরে বাড়ি ছেড়ে চলে যায় । তারপর রবিবার সকালে স্থানীয়রা ঝুলন্ত দেহ দেখতে পান।পরিবারের দাবি ছেলে ড্রাগ আসক্ত হলেও, মৃতের বন্ধুদের প্রতি সন্দেহ রয়েছে। মৃতের ভাই দীপক জানাই, যেদিন বাড়িতে অশান্তি হয় দাদা বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে তার সাথে তার এক বন্ধু ছিল।
তিনি অভিযোগ করেন বন্ধুরা সব জানে কিন্তু কিছুই বলছে না ।স্বাভাবিকভাবেই সন্দেহ দানা বাঁধছে এই ঝুলন্ত মৃতদেহ ঘিরে। ঘটনাস্থলে বন বহাল ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায় ।এবং মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।