সোমনাথ মুখার্জি, লাউদোহা :- শনিবার নতুন বছরের শুরুতেই লাউদোহা তিলাবনী কোলিয়ারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সোজাসুজি গিয়ে ধাক্কা মারে হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে । ঘটনায় হাই ভোল্টেজ লাইনের খুঁটি ভেঙে পড়ে গাড়ির উপর ।
তবে সৌভাগ্যবশত গাড়ির চালক ও খালাসি প্রাণে বেঁচে গেছে । চালক ও খালাসি দু জনে ঘটনার পর পলাতক । এভাবে রাস্তার ওপরেই হাইভোল্টেজের খুঁটি সমেত তার পড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
পুলিশ এসে সঙ্গে সঙ্গে খবর দেয় বিদ্যুৎ বিভাগের দপ্তরে । বিচ্ছিন্ন করা হয় ওই এলাকার বিদ্যুৎ সংযোগ, যাতে করে কোনো বিপদ না ঘটে ।বিদ্যুতের খুঁটি সরিয়ে বিদ্যুতের তার মেরামত করার কাজ শুরু হয়েছে ।