শুভময় পাত্র,বোলপুর:- নতুন বছরে সুস্থ থাকার কামনায় প্রার্থনা কংকালী মায়ের মন্দিরে। ১লা জানুয়ারি ২০২২, দেখতে দেখতে আবার একটি বছর অতিক্রান্ত।করোনা অতিমারি কে সঙ্গে নিয়েই কেমন যেন দুইটি বছর পেরিয়ে গেল সকলের জীবন থেকে। প্রচন্ড ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বহু মানুষের জন্ম মৃত্যু অতিক্রম করে আবার নতুন বছরে পা দিলাম আমরা সকলেই।
কিন্তু তাতেও নিস্তার নেই,করোনার পাশাপাশি ওমিক্রম ও থাবা বসাতে শুরু করেছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়। ইংরেজি নববর্ষের আজকের এই দিনটি সারা বিশ্বজুড়ে পালন করার লক্ষ্যে মেতে উঠেছে। বাদ পড়েনি বীরভূমও।করোনা মহামারীর প্রকোপ যেভাবে দিনের-পর-দিন আবার বেড়ে চলেছে তাতে ভবিষ্যতে কি হতে পারে এই ভেবে ধর্মভীরু মানুষরা সকলেই এখন বিভিন্ন দেব দেবীর কাছে প্রার্থনা করতে শুরু করে দিয়েছেন।
সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা, বহু মানুষ তথা পর্যটক দূরদূরান্ত থেকে এসে ভিড় করেছে মায়ের মন্দিরে। আগামী দিন যাতে ভালোভাবে কাটানো যায় সকলেই যাতে সুস্থ থাকে তার কামনায়, বিভিন্ন মানুষ পুজো দিতে ব্যস্ত মায়ের মন্দিরে। নতুন বছর শুরুর আনন্দে অনেকেই মেতে উঠেছে পিকনিক করার আনন্দে।
মায়ের মন্দির, কোপাই নদীর জল সকলে মিলে এক আনন্দমুখর দিন কাটাবার লক্ষ্যে রয়েছে বহু মানুষ। আগামী দিনে যাতে সুস্থ ভাবে থাকা যায় তার জন্য সকল মানুষকে নতুন বছরে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সচেতনতা অবলম্বন করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন।