সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ইংরেজি নববর্ষে নাশকতা এড়াতে শহরের বিভিন্ন শপিংমলে তল্লাশি চালালো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বছরের শেষ দিনে বেশ কয়েকটি শপিং মলে পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি চালানো হয়।
ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল জানান, শহরে বর্ষরণের দিন যাতে কোনোরকম নাশকতামূলক কাজ কর্ম না ঘটে সে কারণেই এই তল্লাশি। শপিং মল ছাড়াও বেশ কয়েকটি পার্কিং প্লেসে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে এদিন চেকিং করা হয়।