সংবাদাতা,দুর্গাপুর:- ওমিক্রনের দাপট রুখতে বছর শেষে দুর্গাপুরে পুলিস প্রশাসন কড়া নজরদারি শুরু করে দিলো সকাল থেকেই বিভিন্ন পিকনিক স্পটে। পাশাপাশি ওমিক্রনের আতঙ্কে পিকনিক স্পট গুলিতে এদিন মানুষের সমাগম কম রয়েছে বলে দাবি করেন কর্তৃপক্ষ।
এদিন সকালে দুর্গাপুর হুচুক ডাঙ্গা পিকনিক স্পটে কোকওভেন থানার পুলিস করোনা বিধিনিষেধ নিয়ে সচেতন করতে মাইকিং করে। পাশাপাশি মাস্ক বিলি করেন পুলিস - প্রশাসন। কড়া নজরদারি চলে সকাল থেকে।
যদিও পিকনিক স্পটে পিকনিক করতে আসা মানুষ'কে প্রতিমুহূর্তে করোনা বিধিনিষেধ নিয়ে সচেতন চালিয়ে যাচ্ছেন পিকনিক স্পটের কর্তৃপক্ষ।