তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগড় (Panagarh) রেল কলোনী নতুন পাড়ায় দুই দিবশীয় ফুটবল প্রতিযোগিতার (Football Tournament) চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় আসাম ফুটবল দল ও পশ্চিমবাংলা ফুটবল দল।এদিন এক শূন্য গোলে জয়ী হয় আসাম ফুটবল দল।
রেল কলোনী নতুন পাড়া বিনাপানী ক্লাবের উদ্যোগে দুই দিবশীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় তৃণমূলের জেলা কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপ্না বৈদ্য,গৌতম বাউরি সহ এলাকার বিশিষ্ট জনেরা।
বৃহস্পতিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেওয়া দুটি দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।বিনাপানী ক্লাবের সদস্যরা জানিয়েছেন প্রতিবছর ১৫ই আগস্টের দিন তার এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন।কিন্তু করোনার জন্য গত ১৫ই আগস্ট ফুটবল প্রতিযোগিতা করোনার জন্য স্থগিত করে।
গত বুধবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেই প্রতিযোগিতার আয়োজন করেন।তবে তারা প্রতিটি দলের নাম দেশের বিভন্ন রাজ্যের নামে করে প্রতিযোগিতা শুরু করেন।যা প্রতিযোগীদের মধ্যে উৎসাহ বাড়ায়।