সংবাদাতা,পূর্ব বর্ধমান:- নতুন করে কোভিড বিধি জারি হতেই পথে নামল প্রশাসন। আজ বর্ধমান সদর মহকুমাশাসক, বর্ধমান থানা ও বর্ধমান পুরসভার উদ্যোগে পার্কাস রোড সহ সংলগ্ন রাস্তায় বিশেষ অভিযান চালান হল।
এই অভিযানে নেতৃত্ব দেন সদর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস ,বর্ধমানের পুলিশ ও পুর আধিকারিরা।সদর মহকুমাশাসক ( উত্তর) জানিয়েছেন, আজ থেকে কোভিড বিধি কার্যকর হয়েছে।
সেই নিয়মগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে ঘোষণার সময়। এছাড়া মাস্ক ছাড়া কেউ গেলে তাকে মাস্ক বিতরণ করা হয়েছে। আইন ভাঙলে আটক করা হয়েছে।
তিনি জানান, আজকের মত বাস, চারচাকা ও বাইক আরোহীদের চেকিং করা হবে। তিনি জানান, বিধি জারি হওয়ায় কৃষ্ণসায়র পার্কের মেলা বন্ধ রাখা হয়েছে।