সংবাদাতা,পূর্ব বর্ধমান:- এসএফআইয়ের (SFI) আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ববর্ধমান (Purba Bardhaman) জেলাশাসকের অফিস চত্বরে।জেলাশাসক দেখা না করায় জেলাশাসকের অফিস চত্তরের মূল গেটের তালা ভাঙ্গার চেষ্টা করে এসএফআই (SFI) সমর্থকেরা। শুরু হয় পুলিশের সাথে বচসা। কাছারী রোড অবরোধ করে এসএফআইয়ের সমর্থকেরা।
অবিলম্বে স্কুল কলেজ (School-College) খোলার দাবীতে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির ডাকে আজ সারা রাজ্যজুড়ে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে এসএফআই পূর্ব বর্ধমান (Burdwan) জেলা কমিটির আইন অমান্য কর্মসূচীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।ঘটনাস্থলে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।