সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ধান বিক্রি না হওয়ায় পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চাষিরা (Farmers) । সোমবার বেলা দশটা নাগাদ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসি ১ নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতে জড়ো হন এলাকার কয়েকশো চাষি। অফিস টাইমে চাষিরা (Farmers) পঞ্চায়েতের গেট আটকে অবস্থান বিক্ষোভ দেখায় ।
পঞ্চায়েতের প্রধান ও অফিস কর্মীরা অফিসে আসতেই তাদের পথ আটকে দেন চাষিরা। কর্মীদের গেট আটকে রেখে মাইক হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা। চাষিদের দাবী সব পঞ্চায়েতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলেও তাদের পঞ্চায়েতে এখনও সেই কাজ শুরু করতে পারেনি।
চাষিদের দাবী তাদের উৎপাদিত ধান সরকারি সহায়ক মূল্যে ধান নেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। না হলে ওই পঞ্চায়েত বন্ধ থাকবে। ওই বিষয়ে পঞ্চায়েত প্রধান পম্পা রুইদাস বলেন, তিন মাস ধরে ধান নেওয়া কথা চললেও শেষে সমবায় ছাড়া ডিপিসির মাধ্যমে ধান নেওয়া হবে না বলে তাকে জানান গলসি ১ নম্বর ব্লকের ব্লকের বিডিও । সেই জন্যই চাষিরা পঞ্চায়েতে এসে তার নামে স্লোগান দিচ্ছেন।