সোমনাথ মুখার্জি পাণ্ডবেশ্বর :- সোমবার পাণ্ডবেশ্বরের কুমারডিহির বি কোলিয়ারিতে (Colliery) শ্রমিক সংগঠন এইচএমএস (HMS) এর র্যালি অনুষ্ঠিত হল। পাণ্ডবেশ্বরের লাল বাংলো থেকে বাইক নিয়ে শ্রমিক সংগঠনের কর্মী বৃন্দরা র্যালি করে কুমারডিহির বি কোলিয়ারির তে গিয়ে শেষ হয় এই র্যালি। সেখানে গিয়ে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শেষ করা হয় এদিনের কর্মসূচি।
আজকের এই র্যালির বিষয়ে জানাতে সংগঠনের বাঙকোলা এরিয়ার সেক্রেটারি মিন্টু ব্যানার্জি বলেন,কোনো দলীয় কারণে এই বি কোলিয়ারিতে (Colliery) তাঁদের সংগঠন তলানিতে ঠেকেছিল । কিন্তু কোলিয়ারির বহু কর্মী এইচএমএস সংগঠনের সাথে যোগাযোগ রেখেছিল।
তিনি বলেন যে শ্রমিক সংগঠনগুলি কোলিয়ারি এই কোলিয়ারিতে রয়েছে তারা যেভাবে শ্রমিকদের শোষণ করছে ,তাই তারই প্রতিবাদে ফের এই কোলিয়ারিতে শ্রমিক সংগঠন এইচএমএসের (HMS) নতুন করে কমিটি গঠন করা হল। আজ থেকে আবার কুমারডিহির বি কোলিয়ারিতে এইচএমএসের সংগঠনের কাজ শুরু হল।
মিন্টু বাবু জানান তাঁদের শ্রমিক সংগঠন HMS একটা অরাজনৈতিক সংগঠন বরাবর শ্রমিকদের স্বার্থ নিয়েই কাজ করে ।তাই এরপর থেকে এই কোলিয়ারির (Colliery) শ্রমিকদের স্বার্থ রক্ষা করতেই তাদের এই সংগঠনের নতুন করে সূত্রপাত হলো।