সোমনাথ মুখার্জী,অন্ডাল:- সোমবার ওভারলোডেড ছাইয়ের ডাম্পার আটকে অন্ডালের (Andal) ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের (DVC Thermal Power Station) সামনে বিক্ষোভে সামিল হলো অন্ডাল এলাকার বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ ওভারলোডেড ছাইয়ের ডাম্পার চলছে বেশ কয়েক মাস ধরে কর্তৃপক্ষকে বলা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
উল্টে দূষণ যন্ত্রনায় জেরবার হয়ে যাচ্ছে এলাকার মানুষজন। সোমবার সকালে এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে বিক্ষোভে সামিল অন্ডালের (Andal) বাসিন্দারা।উত্তেজিত এলাকাবাসী ছাইভর্তি সমস্ত ডাম্পার আটকে দেয় ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে (DVC Thermal Power Station)।
অবিলম্বে দূষণ যন্ত্রণার মুক্তি চেয়েছেন তারা। যদি এরপরও পরিস্তিতির কোনোরকম পরিবর্তন না হয় তাহলে ধারাবাহিক বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছেন অন্ডাল এলাকার বাসিন্দারা।