সংবাদাতা,পূর্ববর্ধমান:- বর্ধমান হাসপাতালের (Burdwan Hospital) অগ্নিকাণ্ডের ঘটনার দু'দিন পর ফরেনসিক (Forensic) টিম তদন্ত শুরু করলো। সোমবার দুপুর ২ টোর পর দেবাশীষ সাহার নেতৃত্বে দুই সদস্যের ফরেনসিক টিম হাসপাতালে যান।ঘন্টা খানেক তারা হাসপাতালের সুপার তাপস ঘোষের সঙ্গে বৈঠক করেন।
তারপর দুপুর ৩ - ১৫ মিনিট নাগাদ ফরেনসিক (Forensic)টিমের দুই সদস্য ছাড়াও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও হাসপাতালের দু'জন আধিকারিক হাসপাতালের (Burdwan Hospital) রাধারাণী ওয়ার্ডের (কোভিড ওয়ার্ড) ৬ নম্বর ব্লকে যান। সকলেই কোভিড বিধি মেনেই পিপিই কিট পড়ে যান।
ফরেনসিক দলের সদস্যরা ২৫ মিনিট ধরে ৬ নম্বর ব্লকে ছিলেন।তারা সেখান থেকে নমুন সংগ্রহ করেন।ফরেনসিক টিমের আগুন বিশেষজ্ঞ দেবাশীষ সাহা জানান তারা নমুনা সংগ্রহ করেছেন। সেই নমুন ল্যাবোটারীতে পরীক্ষার পর তারা বর্ধমান থানাকে রিপোর্ট পাঠাবেন।পাশাপাশি সিসিটিভি (CCTV) ফুটেজের বিষয়টিও তারা দেখছেন বলে জানান দেবাশীষবাবু।
প্রসঙ্গত, শনিবার ভোরে বর্ধমান হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে । সেই আগুনে একজন কোভিড রোগীর মৃত্যু হয়। মৃতার নাম সন্ধ্যা মণ্ডল(৭২)।বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে। বর্তমানে রাধারাণী ওয়ার্ডকে কোভিড রুগীদের জন্য ওয়ার্ড করা হয়েছে। সেখানেই ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন সন্ধ্যা মণ্ডল।