তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক মোটর সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারের (Panagarh Bazar) দার্জিলিং মোড়ে (Darjeeling More) । স্থানীয়রা জানিয়েছেন পানাগড়ের (Panagarh) দার্জিলিং মোড় থেকে পানাগড় বাজার যাওয়ার পথে একটি লরি পিছন থেকে একটি মোটর সাইকেলের পিছনে ধাক্কা মারলে মোটরসাইকেল আরোহী রাস্তার ওপরে ছিটকে পড়ে।
অল্পের জন্য প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন ওই মোটরসাইকেল আরোহী। আহত ব্যক্তির নাম সন্দীপ কুমার তিওয়ারি বলে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লোরিটিকে আটক করে।
দুর্ঘটনার জেরে দার্জিলিং মোড় (Darjeeling More) থেকে পানাগড় যাওয়ার রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরি ও মোটরসাইকেল টি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।