সংবাদাতা,দুর্গাপুর:-খেলার মাঠ দখল করে কাজ করছে এন. ভি. এফ(NVF)এই অভিযোগ তুলে প্রতিবাদে দুর্গাপুরের (Durgapur) রাতুড়িয়া গ্রামের মানুষজন তুমুল বিক্ষোভে সামিল। বন্ধ করে দেওয়া হলো কাজ। উত্তেজনা দুর্গাপুরে। অভিযোগ খেলার মাঠ দখল করে বাউন্ডারী দিচ্ছে রাজ্য সরকারী সংস্থা এন. ভি. এফ এর বিশ্বকর্মা ফার্স্ট বাটেলিয়ান। দুর্গাপুরের এই ইউনিটের বিরুদ্ধে খেলার মাঠ দখলের অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে তুমুল বিক্ষোভে সামিল হলেন কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রামের মানুষজন (Durgapur News)।
উত্তেজিত গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের জেরে বন্ধ হয়ে কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী, কিন্তু পুলিশকে ঘিরে ধরেও প্রবল বিক্ষোভ শুরু করে দেয় গ্রামবাসীরা, অবিলম্বে কাজ বন্ধ করে দেওয়ার দাবি তোলেন তারা। অশান্তি সামলাতে এসে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা, শুরু হয় প্রবল ধস্তাধস্তি, কোনোক্রমে পরিস্থিতির সামাল দেয় কোকওভেন থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, শুধু মাঠ নয় দামোদর নদে স্নান করতে যাওয়া ও গ্রামের আসা যাওয়ার রাস্তাও দখল করে নিচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী বা এন. ভি. এফ, আর এর প্রতিবাদটাই আজ তারা করেছেন। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতুড়িয়া এলাকায়, উত্তপ্ত পরিস্তিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছোয়।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী বা এন. ভি. এফের বিশ্বকর্মা বাটালিয়ানের কমানডেন্ট ইনচার্জ কল্যাণ সরকার।গোটা ঘটনায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন রয়েছে রাতুড়িয়া এলাকায়।