তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বাঁধ মেরামত কে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়লো কাঁকসার (Kanksa)আনন্দ পুর গ্রামের দুই পাড়া। আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকসার আনন্দ পুর গ্রামে একটি জলাশয়ের বাঁধ মেরামত কে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পরে দুই পাড়া। সংঘর্ষে আহত হয় এক সিভিক ভলেন্টিয়ার সহ মোট ৫জন।
ঘটনাকে ঘিরে গোটা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।গ্রামবাসীদের অভিযোগ আনন্দপুর গ্রামে একটি জলাশয় সংস্কার করার কাজ শুরু হয়। সেই কাজ শুরু হতেই আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দলবল নিয়ে সেই কাজে বাধা দেয়।
উপপ্রধানের অভিযোগ গ্রামের উন্নয়নের টাকা অন্য জায়গায় কাজে লাগানো হোচ্ছে।সেই অভিযোগে তুলে কাজে বাধা দেয় উপপ্রধান হারু বাগ্দি। এর পরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় সহ ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা সহ বিশাল পুলিশবাহিনী।গোটা ঘটনায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন রয়েছে এলাকায়।