শুভময় পাত্র,বীরভূম:- রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত মনীষীদের সম্মান জানাতে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর ১২ই জানুয়ারি দিনটি পালিত হয় 'বিবেক চেতনা উৎসব' এর মধ্যে দিয়ে।বাংলার যুব সমাজের আদর্শ স্বামী বিবেকানন্দ, আজ সেই মনীষীর ১৫৯ তম জন্মবার্ষিকী কে উপলক্ষ করে সারা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার বোলপুর শহরেও পালিত হল বিবেক চেতনা উৎসব।
পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যান ও ক্রিড়া দফতর এবং বোলপুর পৌরসভার যৌথ উদ্যোগে আজ যথাযথ মর্যাদার সঙ্গে বোলপুরেও পালন করা হলো স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। বর্তমান পরিস্থিতির কথা ভেবে করোনা অতিমারির কারণে সরকারি সমস্ত রকম কোভিদ বিধি মেনে বোলপুর পৌরসভা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় সেখান থেকে ওই শোভাযাত্রা এসে পৌঁছয় ডাঃ রাধাকৃষ্ণ মহাশয় এর গৃহ প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে ।
বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ, সহ সুদীপ্ত ঘোষ, সুকান্ত হাজরা,জাহাঙ্গীর হোসেন প্রমূখ ব্যক্তিরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে উদযাপিত হলো এই বিশেষ দিনটি।