সোমনাথ মুখার্জী, অন্ডাল :- বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হচ্ছে মহান মনীষী-কে। দিনটিকে স্মরণীয় করে রাখতে করোনা সচেতনতা কর্মসূচি পালন করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
অভিনব কায়দায় সচেতনতা-র বার্তা দিল বাসিন্দাদের। এদিন সংগঠনের সদস্যরা স্বামী বিবেকানন্দ, ডাক্তার, নার্স সেজে ঘুরলেন স্কুল মোড়, বাজার, সার্কাস ময়দান সহ উখরা গ্রামের বিভিন্ন এলাকা।
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যারা রাস্তায় বেরিয়ে ছিলেন তাদেরকে সতর্ক করার পাশাপাশি মাস্ক ও পরিয়ে দিতে দেখা যায় তাদের। বাজারে যেসব ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক ছিলনা তাদের-কে ধমক ও দেন বিবেকানন্দ, ডাক্তার-নার্স-রা।
সংগঠনের এই অভিনব প্রচার দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন কৌতুহলী পথচলতি মানুষজন। করোনার আবির্ভাব কাল থেকে-ই অসহায় মানুষদের সাহায্যের পাশাপাশি সচেতনতা প্রচার তারা চালিয়ে যাচ্ছেন বলে জানান সংগঠনের সদস্যরা।