সংবাদাতা পূর্ব বর্ধমান :- মধুচক্রের হদিশ মিললো পূর্ব বর্ধমানের মেমারিতে।২ নম্বর জাতীয় সড়কের ধারে কানাইডাঙ্গার এলাকার একটি দোতলা বাড়িতে মেমারি থানার পুলিশ হানা দিয়ে ৫ যুবককে গ্রেপ্তার করে।মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।বুধবার পাঁচ অভিযুক্তকে বর্ধমান আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর , গোপন সূত্রে খবর পেয়ে ২ নম্বর জাতীয় সড়কের ধারে মেমারি কানাইডাঙ্গার এলাকার একটি দোতলা বাড়িতে মেমারি থানার পুলিশ হানা দিয়ে মধুচক্রের আসর থেকে ৫ যুবককে গ্রেপ্তার করে। পাশাপাশি ৮ জন মহিলা কে উদ্ধার করা হয়েছে।
এবং বাড়ির মালিক কেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে এই ঘটনার আর করা করা যুক্ত আছে।