নীলেশ দাস,আসানসোল :- বুধবার সকালে আসানসোল পৌরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বড়তোরিড়িয়া এলাকার বিজেপি প্রার্থী অমর বাউরি'র সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন দিলীপ ঘোষ। করোনা বিধিকে উলঙ্ঘন করে চলে প্রচার।
যেখানে নির্বাচন কমিশন নির্দেশ ৫ জনের বেশি প্রচার করা যাবে না,অন্যদিকে রাজ্য সরকারের একেই নির্দেশ। কিন্তু নির্দেশ দেওয়া সত্বেও করোনা বিধিকে ধুৎকার মেরে উড়িয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে শয়ে শয়ে মানুষ নিয়ে প্রচার করে বিজেপি প্রার্থীর সমর্থনে। তবে এদিনের প্রচারে করোনা বিধি কে তুয়াক্কা করলে না বিজেপি নেতৃত্ব।
এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, এই গ্রাম খুবই পুরোনো একটি গ্রাম। এখনকার প্রার্থী বহু দিন ধরে সমাজ সেবার সাথে যুক্ত আছেন। ওনাকে আমরা প্রার্থী করেছি। আজ সকালে কুয়াশার মধ্যে আমরা চা খেতে এসেছি। মানুষ আমাদের সাথে দেখা করার জন্য এসেছেন। স্বাভাবিকভাবেই মানুষ তো আসবেই। তিনি আরো জানান, তৃণমূল রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছে না।
তাই পুলিশ দিয়ে ও অন্যান্য ভাবে আমাদের আটকানোর চেষ্টা করছে। কোনো জায়গায় গেলে স্বাভাবিকভাবেই মানুষ আসবে। আমাদের প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। গনতন্ত্রে এভাবে মানুষকে আটকানো যায় না।
মানুষের রায় মানুষ ঠিক জানাবে। আমরা ৫ জনকে সাথে নিয়েই প্রচার চালাচ্ছি, কিন্তু মানুষ যদি আমাদের সাথে এবং পেছনে এসে যোগ দেয় আমাদের কিছু করার নেই। পুলিশ দেখুক কিভাবে করোনা বিধি রক্ষা করবেন বলে জানান তিনি।