নীলেশ দাস, আসানসোল :- বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কাছে বিজেপির প্রাক্তন কাউন্সিলারের বিরূদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী রনবীর সিং জিতু।
মঙ্গলবার এই দৃশ্য দেখা গেল আসানসোল পৌরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের দিলদার নগরে।জানা গিয়েছে এদিন এক চা চক্রের কর্মসূচিতে এসেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
তার সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলার তথা এবারের 41 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভিগু ঠাকুর।
এরপর যখন কর্মসূচি শেষে বেরোনোর সময় ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রনবীর সিং জিতু দিলীপ ঘোষের সামনে প্রাক্তন কাউন্সিলার তথা বিজেপি প্রার্থী ভিগু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।