নীলেশ দাস, আসানসোল :- আসানসোল পৌরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের লাল বাংলাতে বিজেপি প্রার্থীর আর্দশ শর্মার ব্যানার খুলে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।মঙ্গলবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।জানা গিয়েছে আগামী ২২ শে জানুয়ারি আসানসোল পৌরনিগম নির্বাচন হবে।
সেই উপলক্ষে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।সেই মতো আসানসোল পৌরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আর্দশ শর্মার সমর্থনে লাল বাংলা এলাকায় ব্যানার লাগানো হয়েছে।
বিজেপি প্রার্থী আর্দশ শর্মা জানান তৃণমূলের লোকজন এই কাজ করেছে।এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য এই কাজ করা হয়েছে।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যাম সোরেন।