তনুশ্রী চৌধুরী,পানাগড়:- শুক্রবার সকালে আগুনে ভস্মীভূত হল একটি মোটরসাইকেল। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে বুদবুদ বাজারে পেট্রোল পাম্পে (Petrol Pump) এক সেনা কর্মী তার মোটরসাইকেলের পেট্রোল (Petrol) ভোরতে আসে (Paschim Bardhaman News)।
মোটরসাইকেলে পেট্রোল (Petrol) ভরে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সময় হঠাৎই মোটরসাইকেলে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে গোটা মোটরসাইকেলটি দাও দাও করে জ্বলতে থাকে।
খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক পুলিশ কর্মী ও এক সিভিক কর্মী ঝুঁকি নিয়ে মোটর সাইকেলটি পেট্রোল পাম্প থেকে বের করে নিয়ে আসে রাস্তার উপর।
খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদের ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি এবং শটসার্কিট থেকে মোটরসাইকেলটিতে আগুন লেগেছে বলে অনুমান দমকল বাহিনীর।