সংবাদাতা, পূর্ব বর্ধমান:- হু হু করে কোভিড সংক্রমণ বাড়ছে। তাই এবার সংক্রমণে রাশ টানতে সপ্তাহে দু'দিন বর্ধমান শহরের সব ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার ও রবিবার বন্ধ থাকবে।
শুধুমাত্র জরুরি পরিষেবা এর বাইরে।বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান শহর কার্যত বনধের চেহারা নিয়েছে।ভোর থেকে শহরের বিসি রোড,তেঁতুলতলা বাজারে ভিড় বাড়তে থাকে।পাইকারি বাজার খোলে।সবজী বাজার বন্ধ।একই দৃশ্য গোটা শহরে।সর্বত্রই সুনসান।
গত ২৪ ঘন্টায় জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা ৭৭০ জন।আর বর্ধমান শহরে ২২০ জন। ফলে করোনা সংক্রমণ রুখতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে শহরের ব্যবসায়ীরা।মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যবসায়ী সংগঠনগুলি প্রচারে নেমেছে।