তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন হলো। কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার কাঁকসার ক্যানেল পাড়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী,পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, বিরুডিহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জ্যোতির্ময় রায়,শিক্ষিকা স্বাগতা পাঞ্জা, শিক্ষক তথা পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষিক সমিতির কাঁকসা ব্লকের সভাপতি সুকুমার রুইদাস সহ অন্যান্যরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে করোনা আবহে তারা এবছর করোনার বিধিনিষেধ মেনে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বামীজীর নীতি আদর্শ বক্তব্যের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়। ভারতবর্ষ কে অখন্ড রাখার জন্য এবং ছাত্র যুব দের উদ্বুদ্ধ করতে তার যে চিন্তাভাবনা সেটা যাতে রক্ষা করা যায় সেই চেষ্টাই করবেন তারা।